কোন ব্যক্তি দুই জায়গায় ভোটার হলে একটি আইডি কার্ডও একটিভ থাকেনা। তাই এক জায়গার ভোটার কর্তন করার জন্য এই সেবার মাধ্যমে আবেদন করে উপজেলা/ থানা নির্বাচন অফিসে জমা দিতে হবে।
কোন ব্যক্তি জীবিত থাকার পরও ওনার আইডি কার্ডটি সার্ভারে মৃত ব্যক্তি হিসেবে দেখালে এই সেবার মাধ্যমে আবেদন করতে হবে। এই আবেদনের মাধ্যমে মৃত ভোটারটিকে সক্রিয় করা যাবে।
আপনি যদি আপনার NID কার্ড সংশোধন আবেদনের পর বুঝতে পারেনযে এই আবেদনটি সঠিকভাবে করা হয়নি তখন আপনার আবেদনটি বাতিল করার জন্য এই সার্ভিসের মাধ্যমে সিনিয়র জেলা নির্বাচন অফিসার বরাবর আবেদন করতে পারবেন।
POS Light হচ্ছে এমন একটি অনলাইন ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যার যার মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের Supplier, Customer, Product ক্রয়-বিক্রয়, Invoice, Loan, Invest, Profit সহ আরো অনেক প্রয়োজনীয় কর্মকান্ডের হিসার রাখতে পারবেন খুবই সহজে।
যদি আপনার NID কার্ড দিয়ে নতুন মোবাইল সিম ক্রয় করতে যান বা কোন মোবাইল ব্যাংকিং এর একাউন্ট খুলতে যান তখন আপনার পিঙ্গার প্রিন্ট ম্যাচিং না হলে এই সেবার মাধ্যমে AFIS ম্যাচিং আবেদন করে পিঙ্গার প্রিন্ট সংশোধন করে নিতে পারবেন।