নতুন ভোটার হতে চাইলে আপনাকে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। এরপর এখানে লগইন করে আপনাকে সেবাটি গ্রহন করতে হবে।
এই আবেদনের মাধ্যমে নিচের তিনটি ফরম পূরণ করা হয়ে যাবে- ১) বিশেষ তথ্য ফরম (ফরম-২ এর অতিরিক্ত তথ্য), ২) ফরম-১১ (ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্তির আবেদন), ৩) ভোটার হতে বাদ পড়ার প্রত্যয়নপত্র।
কোনডকুমেন্টবাংলাবাইংরেজিতেকম্পিউটারেটাইপকরতেজানেননাবাটাইপকরারমতোসময় যদি আপনার হাতে না থাকে তাহলে আমরা আপনাকে কমসময়েকমখরচেটাইপকরেদেব। শুধুছবিতুলে আপলোড দেন।প্রতি ১০০ শব্দমাত্র১২ টাকা।
একজন ভোটার বর্তমান স্থান থেকে নতুন স্থানে স্থানান্তর হতে চাইলে এই আবেদনটি পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র যুক্ত করে নতুন স্থানের উপজেলা বা থানা নির্বাচন অফিসে জমা দিবেন।